এশিয়া কাপ ভারতে নয়, আরব আমিরাতে

এবারের এশিয়া কাপ ভারত নয় আয়োজন করবে আরব আমিরাত।




 এখন পর্যন্ত সবচেয়ে সাফল এশিয়া কাপ আয়োজক বাংলাদেশ আমাদের প্রিয় মতৃভূমি। ২০১৮ সালের এশিয়া কাপের আয়োজক ছিলেন ভারত। কিন্তু ভারত ও পাকিস্থানের রাজনৈতিক সমস্যার জন্য ভারতে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে না। এবার সংযুক্ত আরব আমিরাত এশিয়া কপের আয়োজন করছেন। গত যুব এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

কিন্তু নানা জটিলতার কারণে সেটা আর হয় নি। শেষ পর্যন্ত সেটা মালায়েশিয়া তে আয়োজিত হয়।


১৩ সেপ্টেম্বর থেকে ২৮ পর্যন্ত এশিয়া কাপ খেলা চলবে।
এশিয়া কাপে সরাসরি যোগদান করবে ৪ দল। তবে মোট ৬ দলের খেলা। ২ দল বাছায় পর্ব থেকে জয়ী হয়ে আসবে। বাছায় পর্বে অংশ নেবে আরব আমিরাত,হংকং, নেপাল, ওমান এবং  পাপুয়া লিউগিনি। এবং ২ দল উঠে যাবে মূল পর্বে।
এশিয়া কাপ ভারতে নয়, আরব আমিরাতে এশিয়া কাপ ভারতে নয়, আরব আমিরাতে Reviewed by Rubel Tech on April 12, 2018 Rating: 5
Powered by Blogger.