মুস্তাফিজ জিতলো নাকি দল হারলো?


ছবি।

দলকে জেতাতে মরিয়া ছিল মুস্তাফিজ ও অন্যান্ন বলার রা। এর আগে আই পি এল এর প্রথম ম্যাচে ভালো সুবিধা করতে পারেন নি মস্তাফিজ।



দিনটা ছিল বৃহষ্পতি বার। খেলা ছিল হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়াস্মের। তবে বাংলাদেশের ভক্তদের কাছে ছিল সেটা মুস্তাফিজ ও সাকিবের।

সাকিবরা প্রথমে বল করতে নামে। সাকিব প্রথম যে ওভার করেছিল তা ছিল দুর্দান্ত। কিন্তু পরের ওভারে রোহিত সার্মা ১ ছয় ও ১ চার মেরে সেটা ভুলিয়ে দেন। কন্তু ওই ওভারেই রোহিত কুপোকাত। কোন মতে কিছু রান জমা করে রোহিত সার্মার দল। স্কোর বোর্ড জমা হয় ১৪৭ রান ৮ উইকেটে।

এই রানে বল করে জেতানো মুশকিল ছিল মুম্বাইয়ের বলার দের।

বল করতে আসে মুম্বাই মুস্তফিজের প্রথম ওভারে রান খরচ হয় ১০। কিছুটা হতাশ হন বাংলাদেশি দর্শক ও মুম্বায়ের ভক্ত গন। নামের সাথে সুবিচার যেন কিছুতেই করতে পারছিলেন না তিনি। পরের বা দ্বীতিয় ওভারেও ঠিক একই অবস্থা। ১০ রান দিয়ে নেন ১ ইউকেট। কিন্তু দলকে জেতানোর জন্য এটা যথেষ্ট ছিল না।
তৃতীয় ওভারে মুস্তফিজ চমক দেখিয়ে দেন। ফিরে আসেন নিজের সেই অস্তিত্বে। খুব চেনা লাগছিল সেই দিনগুলো। মাত্র ৩ রান দেন। শেষ দিকে হায়দ্রাবাদের দরকার ১২ বলে ১২ রান। এমন ১৯ তম ওভাবে রোহিত তার হাতে বল তুলে দেন। খুব চাপ। গত ম্যাচের ২০ তম ওভারে ১১ রান রানের বেশি খরচ করে দলকে হারিয়ে দিয়েছিল। বাড়তি চাপ তার মাথায়। একটা বল করলেন নিয়ে নিল এক রান। মুস্তাফিজ হতাশ হয় নি ,বিশ্বাস আছে নিজের ওপর। এবং সুন্দর ডেলিভারী পর পর দুটো ডট। সাজানো গুছানো খেলা তার। ওই ওভারে ১ রান দিয়ে ২ উইকেট তুলে দলকে জেতানোর সপ্ন দেখান। কিন্তু দল না জিততে পারলেও নিজেকে ফিরে পাওয়ার আস্তাটুকুই গায়ে মাখতে হলো তাকে। মুম্বাই ১ ইউকেটে জিতলেই পরের ম্যাচের জন্য সতর্ক করে রাখলেন তাদের।
মুস্তাফিজ জিতলো নাকি দল হারলো? মুস্তাফিজ জিতলো নাকি দল হারলো? Reviewed by Rubel Tech on April 13, 2018 Rating: 5
Powered by Blogger.