মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটে যেন এক অবিসরণীয় নাম। ২০১৩ সালে বিপিএল খেলার পর সাজা প্রাপ্ত এই ক্রিকেটার ফিরেছেন গত বছর । ঢাকা প্রিমিয়াম লিগ খেলছেন এখন। দারুন ফর্মেও আছে তিনি।
কলাবাগানের হয়ে তিনটি সেঞ্চুরিও করে ফেলেছেন এর মধ্য।
গতকাল মহামেডানের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়েছেন। এর আগে অগ্রণী ব্যংক লিমিটেট এবং রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরী করেছেন। দারুণ ফর্মে আছেন আশরাফুল।
তার ওপর ভর করে আশরাফুলের দল কলাবাগান ২৬০ রান করে।
মোহাম্মদ আশরাফুল ১২৪ বল খেলে করেন ১২৭ রান। দারুণ ফর্মে থেকেও দলকে জয় এনে দিতে পারেন নি। দলীয় স্কোর ৫০ ওভারে ২৬০ রান করে কলাবাগান। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে জয় তুলে নেন মহামেডান।
মোমাম্মদ আশরাফুল ১৬৪ মিনিট ছিলেন ব্যাট হাতে। ১২৪ বল খেলে ১২৭ রান তুলে নেন। ১৩ টি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি।
এত রান করার পরও মহামেতানের রনি তালুকদার ও এনামুল হক বিজয়ের ফিফটে পৌছে যায় জয়ের কাছে। শেষ দিকে তাইজুল ইসলামের অপরাজিত ৩৪ রানের কারণে জয় পেয়ে যায় মহামেডান।
রানের সূত্র ধরে মোহাম্মদ আশরাফুল যে জাতীয় দলে আবারো যে ফিরতে পারেন তার কাথায় জানিয়ে দিচ্ছেন সকলে। তার জন্য শুভ কামনা রইলো তিনি যেন জাতীয় দলে ফিরতে পারেন।
জাতীয় দলে ফিরছেন আশরাফুল
Reviewed by Rubel Tech
on
March 21, 2018
Rating: