অনলাইনে ইনকাম করতে চান? নতুনদের জন্য

earn money, online money, extra money
money.jpg
আশা করি সবায় আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যে বিষ নিয়পে আলোচনা করব সেটা আপনারো জানা।
কিন্তু আমার কথা পড়ে আপনি সব ভালোভাবে বুঝবেন ও জানবেন। কিছু ভুল ধারণা ঠিক হয়ে যাবে।

অনলাইনে ইনকাম করার অনেক পদ্ধতি আছে। 
প্রথমত বলি ব্লগ লিখে কিংবা ওয়েবসাইট থেকে।
আপনার যদি ব্লগ সাইট থাকে তাহলে আপনি খুব সহজে এডসেস্ন কিংবা এড নেটওয়ার্ক সাইট থেকে ইনকাম করতে পারবেন।  তবে এটা মনে রাখবেন অনলাইনে ইনকাম করাটা ওটা সহজ না। ধৈর্য ধরুন ইনকাম হবেই। আপানার চেষ্টা আর পরিশ্রমের ওপর আপনার ইনকাম কেমন হবে নির্ভর করবে। ব্লগ কিংবা ওয়েবসাইট থাকলেই হবে সেটা সুন্দর ভাবে তৈরি ও seo করতে হবে। আপনি blogger.com এ ফ্রি ব্লগ করতে পারবেন। wapka.com এ ফ্রি ওয়েবসাইট বানতে পারবেন। তবে এটা নিয়ে ভয় পেয়েন না। নিচে আমার ইউটিউব লিংক দিয়ে দিচ্ছি।  আপনি ব্লগ সম্পর্ক সব পেয়ে যাবেন।

আবার আপনি ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার তৈরি ভিডিও আপলেড করে ইনকাম করতে পারবেন। এটা সবচেয়ে সহজ মাধ্যম ইনকাম করার। 
সাধারণত ইন্টারনেটে কাজ করায় যারা নতুন তাদের জন্য এই দুটোই যথেষ্ট প্রথমত। কিন্তু এছাড়া হাজার হাজার সাইট আছে ইনকাম করার। আপনি বিভিন্ন মার্কটিং এর কাজ করতে পারেন। যেমন amazon.com থেকে Affiliate হয়ে সেখান থেকে পণ্যের কোড নিয়ে ফেসবুকে আপলোড করে কিংবা ওয়েবসাইট এ বসিয়ে দিতে পারেন। যদি কেউ ওই লিংকে ক্লিক করে কোনো জিনিস কেনে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমান টাকা আপনাদের একাউন্টে জমা হবে। 
আপনি freelancer.com এ একাউন্ট করতে পারেন। ১ মাসে ১৫ টা বিড ফ্রি ধরতে পারবেন। যা থেকে আপনি মাসে ৫০০০ টাক মত ইনকাম করতে পারবেন। এটা করতে হলে আপনাকে অবশ্যই প্রশিক্ষন নিতে হবে। তবে আমি আমার ইউটিউব চ্যালেনে এটা সম্পর্কে ভিডিও দিব। আপনি আমার চ্যানেল subscribe করে রাখবেন। তাহলে আপনি ভিডিও আপলোড করলেই পেয়ে যাবেন। খোজা লাগবে না। 
এমন কাজ করার অনেক সাইট আছে আপনি অনলাইন সার্চ করলেই অনেক সাইট পেয়ে যাবেন। top freelancer site লিখে সার্চ করলেই বুঝবেন। অনলাইনে ইনকাম করতে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে । 
আরো একটা বিষয় নিয়ে আলোচনা করি।  
আপনি microworker.com এ কাজ করতে পারবেন। অবশ্যই যেখানেই কাজ করুন না কেন হালকা পাতলা ইংরেজী জানতে হবে। কারণ সব সাইট ইংরেজীতে। এবং কাজ দেবার আগে আপনকে পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। কন্তু মাইক্রো তে কোন পরীক্ষাদেওয়া লাগে না। এজন্য এটা সহজ। তবে একটা মূল্যবান কথা একটা ডিভাইস দিয়ে দুটো একাউন্ট করবেন না। তাহলে আপনাকে ব্লক মেরে দিবে। যেমন সস্তা তেমন কঠিন। ধীরে ধীরে কাজ করুন এগোতে পারবেন। কাজ করার আগে ১-১০ টা সোসিয়াল সাইটে একাউন্ট করবেন কারণ আউটসোর্সিং কাজ মূলত সোসিয়াল সাইটের ওপরেই চলে। যেমন fb,instegram,twitter,linkdin,gmail+ আরো অনেক সাইট আছে। অনলাইন সার্চ থেকে খুজে নিন। আরো একটি বিষয় বলতে পারি সেটা হলো ফেসবুকে পেইজ খুলে নিন। এবং এটাতে যত পারেন লাইক বাড়ান। লাইক বাড়ানোর ভিডিও আমার সাইটে আছে। এবং ভিডিও দেওয়া আছে চ্যানেলে। আশা করি দেখে নেবেন। 
ধন্যবাদ সবাই কে। 
অনলাইনে ইনকাম করতে চান? নতুনদের জন্য অনলাইনে ইনকাম করতে চান? নতুনদের জন্য Reviewed by Rubel Tech on March 26, 2018 Rating: 5
Powered by Blogger.