কারক ও বিভক্তি শিখুন
আশাকরি সবায় ভালো আছেন। গত পর্বে কর্তৃ কারক আলোচনা করেছিলাম।করণ কারক
ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাকে করণ করাক বলে।
যেন: আমাকে একখানা বই দাও।
কর্ম ২ রকমের
১. মুখ্য কর্ম
২. গৌণ কর্ম
সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক এবং গৌণ কর্ম প্রাণিবাচক হয়।
গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয় এবং মুখ্য কর্মে হয় না।
কর্ম কারকের প্রকার ভেদ
১.সকর্মক ক্রিয়ার কর্ম: নাসিমা ফুল তুলছে।
২. প্রযোজক '' " : ছেলেটিকে বিছানায় শোয়াও।
৩. সমধাতুজ কর্ম: খুব এক ঘুম ঘুমিয়েছি।
৪. উদ্দেশ্য ও বিধেয়: দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরষ্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্ম পদটিকে বলা হয় উদ্দেশ্য এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয়।
যেমন: দুধকে মোরা দুগ্ধ বলি। ( এখানে দুধ উদ্দেশ্য ও দুগ্ধ বিধেয়।)
বাকিগুলো আগামি পর্বে আলোচনা করবো।
relative posts
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-২)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-৩)
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-৩)
Reviewed by Rubel Tech
on
August 26, 2016
Rating: