বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-৪)

কারক ও বিভক্তি শিখুন

আসসালামুআলাইকুম।  আশা করি সবায় ভালো আছেন। আপনাদের দোঅয় আমিও ভালো আছি। বাংলা ব্যাকরণ শিখতে কারক, সমাস ও বিভক্তির জুড়ি নেই। তাই ভাবলাম অনলাইনে মানুষ অনেক কিছু পড়ে সময় নষ্ট করে, আর সময় যদি কাজে লাগানো যায় তাহলে তো ভালোই হয়। তাই আমি এই প্রোগ্রাম শুুরু করলাম। বই পড়তে ভালো লাগে না তবে অনলাইনে বই পড়তে ভালো লাগে। শুরু করা যাক
   

করণ করাক




করণ শদ্বটির অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে ' কিসের দ্বারা ' বা ' কি উপায়ে' প্রশ্নন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন : নীল কলম দিয়ে লেখে।
ছাত্ররা বল খেলে।
     

সম্প্রদান কারক


যাকে স্বর্ত ত্যাগ করে দান বা সাহায্য করা হয় তাকে সম্প্রদান কারক বলে।

 যেমন:ভিখারীকে ভিক্ষা দাও।
সমিতিতে চাদা দাও।

এখানে একটু জিনিস লক্ষ করার আছে সেটা হলো ভিখারীকো ভিক্ষা কিন্তু নসঃস্বার্থে দান করা হচ্ছে। ঠিক সমিতিতে একই রকম।

         

অপাদন করক


যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।
 বিচ্যুত: গাছ থেকে পাতা নড়ে।
গৃহীত: সুক্তি থেকে মক্তো মেলে।
জাত: জমি থেকে ফসল ফলাই।
বিরত: পাপেন বিরত হও।
দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীত: বাঘকে ভয় পাও কেন।


পরবর্তী পোস্টে কারকের বাকি টুকু আলোচনা করা হবে।

relative posts
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১)

বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-২)

বিভক্তি ও কারক শিখুন পর্ব......



সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)




বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-৪) বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-৪) Reviewed by Rubel Tech on August 28, 2016 Rating: 5
Powered by Blogger.