সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫)

সমাস শেখার সহজ উপায় 
আশা করি সবায় ভালো আছেন। সকলের দোয়াতে আমিও বেশ ভালো আছি।আজকে দ্বিগু ও অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করবো।
 

দ্বিগু সমাস

সমাহার বা মিলন অর্থে সংখ্যা বাচক শদ্বের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
যেমন: তিন কালের সমাহার-ত্রিকাল
তিন মাথার সমাহার-
অব্যয়ীভাব সমাস


পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান্য পায়, তবে তাকে অব্যয়ী ভাব সমাস বলে। যেমন: মরণ পর্যন্ত- আমরণ
সামিপ্য, বিপসা,পর্যন্ত,অভাব,অনতিক্রম,সাদৃশ্য,যোগ্যতা, নানা অর্থে অব্যয়ী ভাব সমাস হয়।
যেমন:


সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব--২)


সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব-৪)

সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫)

সমাস চেনার সহজ উপায়
সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫) সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫) Reviewed by Rubel Tech on August 23, 2016 Rating: 5
Powered by Blogger.