সমাস শেখার সহজ উপায়
আসসালামুআলাইকুম। আশা করি সাবই ভালো আছেন। আমিও ভালো আছি। গত পর্বে তৎপুরুস সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকেবহুব্রীহি
যে সমাসে সমস্যামান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাড বলে
যেমন:মহান আত্না যার- মহাত্না
১.বহুব্রীহি সমাসে সহ কিংবা সহিত থাকলে ' স' বসে।যেমন: সহ উদর যার - সহোদর
২. মাতৃ,পত্নী, পিএ থাকলে তার সাথে ক যুক্ত হয়। যেমন: নদী মাতৃ যার- নদীমাতৃক
৩.অক্ষি থাকলে অক্ষ বসে। কমলের ন্যায় অক্ষি যার - কমলাক্ষ।
৪. নাভি থাকলে নাভ হয়। পদ্ম নাভিতে যার- পদ্মনাভ
৫. চূড়া থাকলে চূড়। চন্দ্র চূড়া যার- চন্দ্রচূড়
৬. কর্ম থাকলে কর্মী বসে। সমান কর্মী যে - সহকর্মী
৭. গন্ধ থাকলে গন্ধী। সুসন্ধ যার- সুগন্ধী
বহুব্রীহি সমাসের প্রকার ভেদ
১.সমাধিকরণ: পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমা........ সমাস বলে। যেমন : খোশ মেজাজ যার- খোশমেজাজী
২.ব্যাধিকরণ : পূর্বপদ এবং পরপদ কোনটিই বিশেষণ না হলে তাকে ব্যাধি......... সমাস বলে। বোঁটা খসেছে যার - বোটাখসা
৩. ব্যাতিহার : ক্রিয়ারর পারষ্পরিক অর্থে ব্যাতিহার বহুব্রীহি সমাস হয়। হাতে হাতে যে যুদ্ধ- হাতাহাতি
৪.নঞ্ বহুব্রীহি :বিশেষ্য পূর্বপদের আগে না বোধক অব্যয় যোগ হলে তাকে নঞ্ বহু.... সমাস বলে। নাই উপায় যার - নাচার
৫. মধ্যপদলোপী বহু.... : বহুব্রীহি সমাসের ব্যাখার জন্য ব্যবহৃত ব্যাক্যাংশ কোন অংশ যদি সমস্ত পদে লোপ পায় তাকে মধ্য.... সমাস বলে। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর- বিড়ালচোখা
৬. পত্যয়ান্ত;সমস্ত পদে অ,এ,ও ইত্যাদি পদ যোগ হলে তাকে পত্য.... সমাস বলে। ঘরের দিকে মুখ যার- ঘরমুখো
৭.অলুক: পূর্ব ও পর পদের কোন পরিবর্ন না হলে তাকে অলুক..... সমাস বলে। মাথায় পাগড়ি যার- মাথায়পাগড়ি
৮. সংখ্যাবাচক; পূর্বপদ সংখ্যা বাচক এবং পরপদ বিশেষ্য হলে তাকে সংখ্য বাচক........ সমাস বলে।দশ গজ পরিমাণ যার- দশগজি
৯. নিপাতনে : এটা কোন নিয়ম মেনে আলে না। দু দিকে অপ যার -ূদ্বীপ। অন্তর্গত অপ যার- অন্তরীপ। নরাকারের পশু যে- নরপশু। জীবিত থেকেও মৃত যে - জীবন্মৃত। পন্ডিত হয়েও মূর্খ যে- পেন্ডুিতমূর্খ।
পরবর্তী পোস্টে বাকি অংশ আলোচনা হবে।
relative pots
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( প?র্ব -১)
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব--২)
সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব-৩)
সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫)
সমাস চেনার সহজ উপায়
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব-৪)
Reviewed by Rubel Tech
on
August 22, 2016
Rating: