Bd vs af.jpg |
বাংলাদেশ ও আফগানিস্তানের ৩ ম্যাচ টি টিয়েন্টি সিরিজ শুরু হবে আজ থেকে।
দুদেশের খেলার ভেন্যু ঠিক হয়েছে ভারতে। নানা জটিলতার কারণে আফাগানে খেলা হওয়ার কথা থাকলেও খেলা হয় নি। পরে তা ঠিক হয় ভারতে হবে খেলা। শেষ মেশ তিন ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগান।
এদিকে বাংলাদেশের সেরা বলার মুস্তাফিজ নেই দলে। চোটের কারণে খেলতে পারছেন না আই সিসি খেতাত জেতা ফিজ।
বাংলাদেশ ও আফাগানের বৃষ্টি ভেজা মাঠে লজ্জা জনক ভাবে হরে গেছে বাংলাদেশ। আসল ম্যাচ কি করবে দেখার বিষয় বাংলাদেশ। বাংলাদেশ টাইম ৮:৩০ টায় খেলা শুরু হবে । বিশ্বসেরা লেগ ইস্পিনার বলার রয়েছে তাদের রাশেদ খান। তার বলের কাছে বিশ্বের সেরা সব ক্রিকেটার ভয় পায়। আই সিসি র ্যাংকিং তার সেরা ১ এ আছেন। আছের অলরাউন্ডার নোবি। তবে আমাদের খারাপ কেউ নেই সাকিব ,তামিম, রিয়াদ, মুশফিক
আরো আছেন ছটফটে সৌরি যদি খেলা ধরে যায় তবে আফগানের খবর আছে। আছেন হার্ড হিটার সাব্বির।
বাংলাদেশ দলে আছেন
১. সাকিব (ক্যাপ) ২. তামিম ৩. মুশফিক ৪. মাহামুদউল্লাহ ৫.লিটন দাশ ৬.সাব্বির রহমান ৭. মোসাদ্দেক ৮. সৌমু সরকার ৯. মেহেদী হাসান ১০. আবু হায়দার রনি ১১. রুবেল হোসাইন ১২. আবু জাহেদ ১৩. আরিফুল হক ১৪. আবুল হাসান ১৫. নাজমুল ইসলাম।
মুস্তাফিজ বাদেই খেলবে আফাগানের বিপক্ষে সাকিবের দল।
Reviewed by Rubel Tech
on
June 03, 2018
Rating:
No comments:
facebook.com