ইউটিউব থেকে ইনকাম করতে কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি চাইলেই ২ দিন কাজ করলেই ইনকাম করতে পারবেন তা নয়।। ইউটিউব থেকে ইনকামের কিছু নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে।
আগে বলতে চায় ইউটিউব থেকে ইনকাম সব থেকে সহজ। অনলাইনে ইনকাম যারা করে তাদের সবায় ইউটিউবে কাজ করতে পছন্দ করে। কাজ টা হলো আপনাকে ভিডিও বানাতে আর সেটা আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে। যারা ইউটিউবে নতুন আমি শুধু তাদের কেই কিছু দরকারী জিনিস বলতে চায়।
১. আপনাকে একাটা ইউটিউব চ্যানেল খুলতে হবে।
২. সেটা আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।
৩. ভেবে নিন আপনি কি নিয়ে কাজ করবেন। অন্যের ভিডিও আপলোড করলে আপানর চ্যানেল সাসপেন্ড হবে। এখন এই টুকু জানুন পরে সব জানতে পারবেন। কেন এসব হয়।
৪. আপনি আপনার ভিডিওর মধ্যেও অন্যের ভিডিও ব্যাবহার করতে পারবেন না, মানে হলো যেসব ভিডিও একবার আপলোড করে হয়েছে সেটা আপলোড করা যাবে না। আর করতে চাইলে ভিডিওর মালিকের অণুমতি নিতে হবে।
৫. আপনার চ্যানেলে ১০০০ subscribe এবং 4000 watch time হতে হবে শেষ এক বছরের মধ্যে।
৬. তারপর আপনি এডসেস্ন এর জন্য আবেদন করতে হবে।
৭. সব কিছু ঠিক থাকলে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে।
আর আপনার চ্যানেলে এডসেস্ন এর ads show করলেই আপনার ইনকাম শুধু হবে। একটা কথা মনে রাখবেন সব কিছু অতি তাড়া তাড়ি পারবেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আপনি আপনার ভিডিও প্রমোট করলে আপনার ভিডিও পাবলিক পছন্দ করলে অতি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন।
দয়া করে ১৮+ ভিডিও দিবেন না তাহলে চ্যানেল সাবপেন্ড হবে।
আপনি আগেই ভেবে নিন আপনি কেমন ভিডিও বানাবেন। আপনি চাইলে ফানি ভিতিও, টেকনিকাল বিষায়ক ভিডিও, গানের ভিডিও, তাই বলে অন্যের গান নিয়ে সেটা মডেলিং করে আপলোড করতে পারবে না। সব কিছু নিজের হতে হবে । অন্যের গান নিজে গেয়ে রকর্ড করে আপলোড করলে সমস্যা হবে না।
ইউটিউব থেকে ইনকাম করার সহজ উপায়।।
Reviewed by Rubel Tech
on
June 05, 2018
Rating:
No comments:
facebook.com