সার্চ করলে চ্যানেল খুজে পাওয়া যায় না।

সার্চ করে আপনার চ্যানেল খুজে পাবেন যেভাবে
সার্চ করলে চ্যানেল খুজে পাওয়া যায় না.jpg

সার্চ করে চ্যানেল খুজে না পাওয়াটা

নতুন কিছু নয়। এটা সাধারণত নতুন ইউটিউবারদের হয়ে থাকে। নতুন

youtuber

তাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকে কিন্তু দুঃখের বিষয় হলো

সার্চ করলে চ্যানেল ও ভিডিও খুজে পাওয়া যায় না

। রুবেল থাকা কালীন আপনাদের কোন চিন্তা নেই। আমি আপনাদের সাথে আছি।
যদিও এটা মুখে বা লিখে বলে সম্ভব নয় তাই আমি লেখার সাথে সাথে নিচে ভিডিও দিয়ে দিলাম। আপনি আপনার

ইউটিউব

চ্যানেলের লগ ইন করে  creator studio তে ক্লিক করুন। নিচের মত একটা পেইজ আসবে।
সার্চ করলে rutbd.blogspot.com .jpg

এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন Advance নামে একটা setting।  তো আপনি ওটাতে ক্লিক করলে নিচের মত পেইজ দেখতে পাবেন

এখন আপনার কাজ হবে channel keyword এর ঘরে কিছু লিখতে হবে। আপনি সেই সব word লিখুন সেটা দিয়ে সার্চ করলে আপনার চ্যানেল খুজে পেতে চান। প্রথমে আপনার চ্যানেলের নাম লিখুন এর পর কমা (,) দিন। তার আবার কিছু লিখুন কমা দিন। এই ভাবে আপনার ইচ্ছা মত লিখে শেষ করে দিন। না বুঝলে নিচের ভিডিও দেখে নিন।


সার্চ করলে চ্যানেল খুজে পাওয়া যায় না। সার্চ করলে চ্যানেল খুজে পাওয়া যায় না। Reviewed by Rubel Tech on June 28, 2018 Rating: 5

No comments:

facebook.com

Powered by Blogger.