সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব-৩)

সামাস শিখুন একদম সহজ উপায়ে

আস সালামু আলাইকুম। আশা করি সবায় ভালো আছেন। আমিও ভালো আছি। গত পর্বে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করে ছিলাম। আজ
               

তৎপুরুষ সমাস

 পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।তৎপুরুষ সমাসে দ্বিতীয়া হতে সপ্তমী যে কোন একটি বিভক্তি লোপ পেতে  পারে।
তৎপুরুষ সমাস ৯ প্রকার
১. দ্বিতীয়া থেকে সপ্তমী
৭. নঞ ৮.উপপদ ও ৯. অলুক তৎপুরুষ সমাস।
যে বিভক্তি লোপ পাবে সে তত বিভক্তি তৎপুরুষ সমাস হবে।
যেমন।
১. দুঃখ কে প্রপ্ত- দুঃখপ্রপ্ত = দ্বিতীয়া তৎপুরুষ সমাস
২. মন দিয়ে গড়া- মনগড়া= তৃতীয়া
তৃতীয়া তৎপুরুষ সমাসে উন,হীন,শূন্য ইত্যাদি উত্তর পদে বসে থাকে। যেমন : বিদ্যা দ্বারা হীন- বিদ্যাহীন
৩. গুরুকে ভক্তু- গুরুভক্তি= চতুর্থী তৎপুরুষ
এই সমাসে ( কে,জন্য,নিমিত্ত) ব্যবহৃত হয়।
৪.বিলাত থেকে ফেরত- বিলাতফেরত= পঞ্চমী তৎপুরুষ
৫.রাজার পুএ- রাজপুত্র

ঞ্জাতব্য




১. ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজ স্থলে রাজ। পিতা স্তলে পিতৃ, মাতা স্থলে মাতৃ এবং ভ্রাতা স্থলে ভ্রাতৃ বসে। পিতার ধন- পিতৃধন
২. পরপদে সহ,তুল্য,নিভ,প্রায়, সহ,প্রতিম- এসব শদ্ব থাকলে ষষ্ঠ তৎপুরুষ সমাস হয়। কন্যার সহ-কন্যাসহ
৩.পরপদে রাজি,গ্রাম বৃন্দ,গণ,যূথ থাকলে ষষ্ঠী তৎ.... সমাস হয়। হস্তীর যূথ-হস্তীযূথ
৪. শিশু,দুগ্ধ ইত্যাদি থাকলে পুরুষ বাচক হয়। মৃগীর শিশু-- মৃগশিশু
৫.রাজা শদ্ব পরে থাকলে সেটা আগে আসে। পথের রাজা--রাজপথ


৬. দিবায় নিদ্রা - দিবানিদ্রা= সপ্তমী তৎপুরুষ সমাস
৭. না বাচক হলে নঞ্ তৎপুরুষ সমাস হয়।
( না,নেই,নাই,নয়) ইত্যাদি থাকে। ন আচার--অনাচার
৮. উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ  প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ   বলে।
যেমন: জলে চরে যা -- জলোচর
জল দেয় যা-- জলদ
৯. অলুক তৎপুরুষ সমাস: যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না,  তাকে অলুক তৎপুরুষ সমাস বলে
গায়ে পড়া-- গায়েপড়া
পরবর্তী পোস্টে বাকি গুলো আলোচিত হবে।
relative pests
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব2)

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব-৪)

সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫)

সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব-৩) সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব-৩) Reviewed by Rubel Tech on August 21, 2016 Rating: 5
Powered by Blogger.