সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব--২)

সমাস শেখার সহজ উপায় ও নিয়ম

 গত পর্বে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজ কর্মধারয় সমাস নিয়ে আলো চনা করবো। আশা করি সকলে বুঝতে পারবেন। তো বন্ধুরা শুরু করা যাক।
        

 কর্মধারয় সমাস

 যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্র ধান রূপে  প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমম - নীল যে পদ্দ= নীলপদ্দ
** কর্মধারয় সমাসে সাধারণত যে, যার যে-সে  ব্যবহৃত হয়।
কর্মধারয় সমাসের প্রকার ভেদ
1. মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে  কর্মধারয়  সমাসে ব্যাসবাক্যে মধ্য পদলোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। সাহিত্য বিষয়ক সভা- সাহিত্যসভা
২.উপমান কর্মধারয়: উপমান অর্থ তুলনীয়। পত্যক্ষ কোন বস্তির সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে পত্যক্ষ বস্তুটিকে বলে উপমেয় এবং পরোক্ষ বস্তু বা যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। যেমন: তুষারের ন্যায় শুভ্র - তুষারশুভ্র।
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
৩. উপমিত কর্মধারয়: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। মুখ চন্দ্রের ন্যায়- চন্দ্রমুখ।
৪. রূপক কর্মধয়রয় উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস বলা হয়।  যেমন : ক্রোধ রূপ অনল- ক্রোধানল
আজ এ পর্যন্তই পরবর্তী পোস্টে বাকি গুলো আলোচনা করা হবে।
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)

সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব-৩)

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব-৪)

সমাস শিখুন একদম সহজ নিয়মে (পর্ব -৫)

সমাস চেনার সহজ উপায়

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব--২) সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব--২) Reviewed by Rubel Tech on August 21, 2016 Rating: 5
Powered by Blogger.