সমাস চেনার সহজ উপায়

 আসসালামুআলাইকুম। আশা করি সবায় ভালো আছেন। আমিও ভালো আছি। গত ৫ পর্বে আমি সমাস শেষ করেছি। সমাস পড়তে পাশে ৫ পর্ব গুলো দেখতে পারেন। আপনি রিলাটিভ পোস্ট গুলো দেখতে পারেন। আমি বিভক্তি ও কারক নিয়েও আলোচনা করেছি। আশা করি আপনাদের এমন ভালে সার্পট পেতে লিখে যাবে। আপনি যদি কোন বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
আজ সমাস সমাস চেনার সংকক্ষিপ্ত ধারণা দিলাম।

সহজ উপায়ে সমাস চেনার নিয়ম


১. দ্বন্দ্ব সমাস:  
ব্যাস বাক্যে ও, এবং,  আর থাকবে। যেমন: মা ও বাবা= মা-বাবা ২.কর্মধরয় সমাস : বিশেষ্য ও বিশেষণ থাকবে। যে চালাক সে চতুর= চালাকচতুর
৩. তৎপুরুষ সমাস : বিভক্তি যুক্ত থাকবে। দুঃখকে প্রাপ্ত =দুঃখপপ্রাপ্ত
৪.বহুব্রীহি সমাস :যে এবং যার থাকবে। মহান আত্না যার = মহাত্না
৫. দ্বিগু সমাস : সমাহার থাকবে।
তিন মাথার সমাহার = তেমাথা
পরবর্তী পোস্ট বিভক্তি ও কারক আলোচনা করা হবে।
relatives---
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)

সমাস চেনার সহজ উপায় সমাস চেনার সহজ উপায় Reviewed by Rubel Tech on August 24, 2016 Rating: 5
Powered by Blogger.