বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১)

বিভক্তি ও কারক শেখার সহজ উপায়

আশা করি সবাশ ভালো আছেন।আমিও ভালো আছি। কথা না বলে কাজের কথায় আসি। কারক জানতে হলে বিভক্তি জানতে হয় সবায় আগে তাই এখন বিভক্তি নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে। বিভক্তি কারক আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। যাতে আপনাদের জানতে সুবিধা হয়। এই পর্বে আমি তেমন কিছু আলোচনা করবো না। বাকি পর্বগুলো আপনারা একটু দেখে নিন।

বিভক্তি


বিভক্তি সাত প্রকার। নিচের চিত্রে দেখে নিন।
এক বচন ও বহুবচন পাশাপাশি আছে বুঝে নিয়েন।
প্রথমা: ০ বিভক্তি বহুবচনে রা,এরা গুলি, গণ।
দ্বিতীয়া:  কে,রে বহুবচনে দিগে,দিগকে,দিগেরে।
তৃতীয়া: দ্বারা,দিয়ে, কতৃক বহুবচনে একই থাকবে।
চতুর্থী: ক, রে বহুবচনে দ্বিতীয়ার মতো।
পঞ্চমী: হতে, থেকে, চেয়ে বহুবচনে শেষে একই থাকবে।
ষষ্ঠী : র, এর বহুবচনে দিগের দের,গুলির, গুলোর
সপ্তমী: এ,য়,তে,এতে বহুবচনে দিগে, দিগেতে, গণে ইত্যাদি। পরবর্ত পোষ্টে কারক নিয়ে আলোচনা করব।


relative posts
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-২)

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)

বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১) বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১) Reviewed by Rubel Tech on August 25, 2016 Rating: 5
Powered by Blogger.