বিভক্তি ও কারক শেখার সহজ উপায়
আশাকরি সবায় ভালো আছেন। আমিও ভালো আছি। এটা একটা শিক্ষা মূলক ব্লগ। এখানে আমি শিক্ষা মূলক পোস্ট করি। করোর বুঝতে সমস্য হলে আর নতুন কিছু জানতে চাইলে কমেন্ট করে বলবেন অবশ্যয়।গত পর্বে বিভক্তি আলোচনা করে ছিলাম। আজকে কারক নিয়ে আলোচনা করব।
কারক
বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে।কারক ৬ প্রকার
১. কর্তৃ কারক
২.কর্ম কারক
৩. করণ কারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকররণ কারক।
কর্তৃকারক
কর্তৃকারক সাধারণত ৪ প্রকার
১. মুখ্য কর্তা: যে নিজে নিজেয় ক্রিয়য়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলে। যেমন: ছেলেরা ফুটবল খেলছে।
২. প্রযোজক কর্তা: মূল কর্তা যখন কোন কাজ অন্যকে দিয়ে কোন কাজ সম্পাদন করে তখন তাকে প্রযোজক কর্তা বলে। শিক্ষক চাএদের ব্যাকরণ পড়াচ্ছেন।
৩. প্রযোজ্য কর্তা : মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তখন তাকে প্রযোজ্য কর্তা বলে। শিক্ষক ছাত্রদের ইংরেজী পড়াচ্ছেন
৪. ব্যাতিহার কর্তা : কোন বাক্য যে দুটি কর্তা একত্রে একই জাতীয় কাজ সম্পাদন করে তাকে ব্যাতিহার কর্তা বলে। বাঘে-মহিষে এক ঘাটে পানি খায়।
পরবর্তী পোস্টে বাকিগুলো আলোচনা করব।
relative posts
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-২)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-৩)
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)
বিভক্তি ও কারক শিখুন ( পর্ব-২)
Reviewed by Rubel Tech
on
August 25, 2016
Rating: