Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব - ১)

 Right From Of Verbs শেখার সহজ উপায়

আশা করি সবাশ ভালো আছেন।
আমিও ভালো আছি।  right from of verb মুখে আনলেই কেমন যানি মনে মধ্যে ভয় জেগে ওঠে। এটার ৭০-৮০ টা নিয়ম। মুখস্ত করতে গেলে বিপদ। তাও আবার মনে থাকবে কি তার ও কোন ঠিক ঠিকানা নায়। তবে এটা শেখার কি কোন সহজ উপায় নায়। হ্যা আছে। এটা ৭০-৮০ নিয়ম মুখস্থ করার দরকার নেই। আমি আজ আপনাদের মাত্র  ২৫ টি নিয়ম দিব। যেগুলো মুখস্থ করলে আপনার আর কোন নিয়ম পড়তে হবে। আর বাকিগুলোর চিন্তা বাদ দিন। ওগুলো জীবনেও পরীক্ষায় আসবে না।
       

right from of verbs


rule1: modal auxiliary verb ( can, could,may,might..........) এর পর যদি কোন verb থাকে তবে সেই verb টি present from হয়।
যেমন :  They should attend the program.

rule2:  modal auxiliary verb এর পর যদি be থাকে তবে উক্ত verb  টি past participle from হয়।
যেমন: The problem should be sloved in tume.

 rule3: preposition এর পর যদি কোন  verb থাকে তবে সেই verb এর সাথে ing যোগ হয়।
যেমন: We come here for learning English.

rule4:  বাক্যের প্রথমে verb থাকলে তার সাথে ing যোগ হয়।
যেমন: Finishing the work , I went to my office.

rule5: কোন বাক্যে যদি verb এর আগে to be verb থাকে তবে উক্ত verb টি past participle from হয়।
যেমন: The problem has to be (solve) solved.

rule6:  কোন বাক্যে যদি it is time/ it is high time এর পর sub থাকলে verb এর parst participle  from হয়। আর sub না থাকলে to + verb বসে।
যেমন: It is high time we (solve) silved the problem.
এবং It is high time  ( solve) to solve the problem..

rule7: can not help, could not help,  would you mind এর পর যদি কোন verb থাকে তবে verb + ing হবে।
যেমন: I can not help ( solve) solving the problem.
Would you mind (take) taking a cup of tea.

rube 8: being, having, been এর পর যদি কোন verb থাকে তবে verb + ing বসে।
যেমন: The result is being ( publish) published.

rule9: would, had better,rather, had rather,would rather এর পর যদি কোন verb থাকে তবে সেটা present from হয়।
যেমন: you had better (do) do the work.

rule10: কোন বাক্যে to থাকলে সাধারণ vwrb এর present from হয়। কিন্তু যদি with a view to, get used to, get mind to, prefer to, look foreward to, similer to, apply to, addict to থাকে তবে verb এর ing যোগ হয়।
যেমন : I come here to ( learn) learn English.
I come here with a view to ( learn) learning English.

পরবর্তী পোস্টে বাকি ১৫ টা নিয়ম শেয়ার করবো। ভালো থেকেন।

relative posts
Right from of verbs শেখার সহজ উপা!য় ( পর্ব - ১)

Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব-২)

বিভক্তি ও কারক শিখুন ( পর্ব- ১)

সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)



Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব - ১) Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব - ১) Reviewed by Rubel Tech on August 28, 2016 Rating: 5
Powered by Blogger.