Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব-২)

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। গত পর্বে right from verbs এর ১০ টা নিয়ম দিয়েছিলাম।
আজ বাকি গুলো দিবো।

Rule11: কোন বাক্যে যদি get, remain  থাকে তবে verb এর। past participle from হয়।
যেমন: Our college shall remain closed on Monday.

Rule12: দুইটি noun যদি preposition যোগে কোন বাক্যের sub হিসেবে বসে তাহলে verb টি preposition এর আগের noun অনুসরণ করবে।
যেমন: 1. The team of the students (be)is strong.
2. The students of the team (be) are strong.

Rule13:  after, before, through,  beside, while, because of, inspite of, dispite of এর পর যদি কোন verb থাকে তবে তার সাথে ing যোগ হয়।
যেমন: After ( hear)hearing  the news I went go rhere.

Rule14:  কোন বাক্যে যদি always, regularly,  sometimes, often, generally,  usually, ocationally, now and then, every time, every day থাকে তবে উক্ত বাক্যটি present indefinite tense হয়।
যেমন : he usually (take) takes tea everyday.

Rule15: কোন বাক্যে যদি অভ্যাস গত ঘটনা, চিরন্তন সত্য হয় তবে সেই বাক্যটি present indefinite tense হয়।
যেমন:  Smoking ( cause) causes kills.

Rule 16: কোন বক্যে যদি now, soon, tomorrow,  today, day after day, day by day,gradually,  at this moment ইত্যাদি থাকলে উক্ত বাক্যটি present countinious tense হয়।
যেমন : Now we ( face)are facing many problem
Rule17: কোন বাক্যে যদি just, just now, already,  recently,  yet, lately, completely, perfectly তবে বক্যের verb টি past participle from হয়।
যেমন: We already ( take)taken a decision.

Rule 18: কোন বাক্যে যদি last, since, ago, before,  long, many days ago, long days ago, yesterday,  once  বা অতিত কালের কোন সাল বা ঘটনা  হলে বাক্যটি past indefinite হবে।
যেমন: we ( face) faced a problem many days ago.

Rule 19: কোন বাক্যে যদু্ি  since বা  for থাকে এবং এর আগে যদি কোন সময় উল্লেখ থাকে তবে বাক্যটি present perfect continious বা past perfect continuous tense হয়।
যেমন: We ( wait) have been waiting here for there days.

Rule 20: কোন বাক্যে যদি subject হিসেবে there/here থাকে তবে verb টির object এর numbers and person অনুযায়ী বসবে।
there ( be)is a table in our class.

Rule 21: কোন বাক্যে যদি সাবজেক্ট হিসাবে news, views, milse, kilomiters, civis, physics, tennis, kg, hundred,  dorzen, pair থাকে তাহলে উক্ত বাক্যটির verb হবে 3rd person singular numbers অনুযায়ী।
যেমন:  Twenty milse ( be) is a long way.

Rule 22:  কোন বাক্যে যদি
sub হিসাবে verb+ing + to + verb,  verbal phrase থাকে তাহলে উক্ত বাক্যেট verb হবে 3rd person singular number.
* To work hard ( make)makes man perfect.

Rule 23: যদি কোন বাক্যের প্রথমে if দ্বারা যুক্ত হয়ে থাকে এবং if যুক্ত বাক্যটি যদি অসম্ভব কিছু প্রকাশ করে তবে verb টি past from এবং polural হবে।
 যেমন : If I ( be) were a bird.

Rulev24: দুইটি close যদি if দ্বারা যুক্ত হয়  এবং প্রথমটি যদি present tense হয় তবে পরেরটি future tensev হবে।
যেমন :If you working hard, you will good result
Rule 25: if দ্বার দুইটি ক্লজের যদি প্রথমটি past indefinite হয় তাহলে পরের বাক্যটিতে in the past বা would / mind বসে।।
 যেমন : if you studied more, you would go..
related post
সমাস শিখুন একদম সহজ নিয়মে ( পর্ব -১)

Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব-২) Right from of verbs শেখার সহজ উপায় ( পর্ব-২) Reviewed by Rubel Tech on September 01, 2016 Rating: 5
Powered by Blogger.