বলিউড ভাই জান সালমান খান
salman.jpg |
প্রায় ২০ বছর পরে হরিণ শিকারের দায়ে সালমান খান কে দোষী প্রামান করলো ভারতীয় আদালত।
দুই দশক আগে সালমান খান রাজস্থানে সিনেমার শুটিং করতে গিয়ে বেআইনি ভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন। আর তার দায়ে যোধ পুরের একটি আদালত তাকে ৫ বছরের কারদন্ড দিল।
বিচারক ছিলেন হাকিম দেব কুমার। গত বৃহষ্পতি বার তিনি এই রায় দেন তিনি আরও ১০০০০ রুমি জরিমানা ধার্য করেন সালমান কে।
হাকিম দেব কুমার আরো বলেন সালমান যেহেতু ভালো অভিনেতা তাকে সবায় অনুসরণ করে আর তিনি যেহেতু অবৈধ ভাবে হরিণ শিকার করেছে সেহেতু তাকে ৫ বছরের জেল দেওয়া হয়েছে।
এই মামলার মূল অভিযোগ ছিল সালমান ১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিং করতে গিয়ে অবৈধ অস্ত্র দিয়ে সংরক্ষিত বনে বিরল প্রজাতির দুটি হরিণ শিকার করেছিল।
একই অভিযোগ আরো কিছু অভিনেতা ,অভিনেত্রীর অপর পড়ে কিন্তু নির্দিষ্ট প্রমানের অভাবে তাদের কে খালাস দেওয়া হয়েছে।
এনটিভির পর্দায় বলা হয়েছে কালো রঙের সার্ট টি পরে কাল আদালতে এসেছিলেন সালামান খান। আদালতের রায়ের পর তাকে যোধপুর কেন্দ্রীয় কারাগরে তাকে নেওয়া হয়েছে।
আদালতে রায়ের সময় তার দুই বোন আলভিরা ও অর্পিতা উপস্থিত ছিলেন তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা মামালার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে মামলার সালমানের জামিনের জন্য। কিন্তু কিছুদিন তাকে জেল বাস করতে হবে।
সালমান খানের ৫ বছরের জেল। হরিণ শিকারের দায়ে।
Reviewed by Rubel Tech
on
April 06, 2018
Rating: