SEO
আশা করি আপনারা সবায় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি ভালো থাকেন আমাদের সাইটে ভিজিট করেন এটাই আমাদের কাম্য।
এখন আসল কথায় আসি। আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা সকলে চায় আমাদের সাইট টি যেন গুগলের প্রথম পেজে আসে। কিন্তু তার জন্য অনেক কাজ করতে হবে। ফ্রি ফ্রি তো আপনার সাইট গুগল তাদের সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসবে না। আনতে হলে আপনাকে আপনার ওয়েবসাইট গুগলের ওয়েব মাস্টার সাইটে আনতে হবে।
তো আপনি প্রথমে চলে যাবেন Google webmaster tools এ, না পারলে গুগলে সার্চ দিন।
যাওয়ার পর নিচের মত পেজ আসবে।
এখানে তিনটা সাইট আমার আগে থেকেই যোগ করা আছে। তাই দেখাচ্ছে, আর আপানদের না থাকলে শুধু ADD PROPERTY দেখাবে। তো আপনি ADD PROPERTY তে ক্লিক দিন।
তার পর বক্রে আপনার সাইটের url টি কপি করে বসিয়ে দিন। add এ ক্লিক দিন।
এবার আপনি দেখবেন একটা নতুন পেইজ ওপেন হবে।
নিচে দেখুন web tools আছে। ওখানে ক্লিক করুন।
নতুন পেইজ আসবে Desktop এ ক্লিক করু।
নতুন যে পেইজ টি আসবে ঠিক এমন
seo.jpg |
seo.jpg |
তো আপনি HTML Tag তে ক্লিক করুন। নিচের মত পেইজ আসবে।
seo.jpg |
তার পর veryfi ক্লিক করুন। তাহলে আপনার সাইট গুগলে সাবমিট হয়ে যাবে।
বাকিটা দ্বীতিয় পর্বে আলোচনা করবো।
সমস্ত কিছু আমার ভিডিও করা আছে চাইলে দেখতে পারেন।
নিচের লিংক টিতে যান।
relative post:
আপনার ওয়েব সাইট SEO করুন, অবশ্যই গুগলের প্রথম পেজে আসবে। পর্ব-১
Reviewed by Rubel Tech
on
April 05, 2018
Rating: