সাকিব কে কেন ম্যাচ সেরা করা হলো না?


বাংলাদেশর ক্রিকেট পত্যাশীদের মনেমএকটাই প্রশ্ন কেন সাকিব কে ম্যান ওব দ্যা ম্যাচ করা হলো না। কি ছিল তার কারণ? সে কি যোগ্য ছিল না? না কি বাংলাদেশী খেলোযার বলে তাকে অবঙ্গা করা হলো।

এবারের চলতি আসরে হায়দ্রাবাদের হয়ে খেলছেন দেশসেরা ও বিশ্বসের অলরাউন্ডার সাকিব অল হাসান। দীর্ঘ দিন তিনি কলকাতা রাইডার্সের হয়ে খেলে এসেছেন।

গতকাল শনিবার ছিল হায়দ্রাবাদ ও কলকাতার খেলা ছিল। তার জেতে সাকিবের দল। সাকিব দেখিয়েছে তার খেলার নৈপন্য। তিনি যে সেরা তা প্রমাণ করে দিয়েছেন।

বল করতে নেমে নিয়েছেন ২ উইকেন। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ২১ রান। তিনি সবচেয়ে হার্ড খেলোয়ার সুনিল কে সাজ করে পাঠিয়ে দলীয় স্কোর বড় করতে দেন নি কলকাতার। সাথে ক্রিস লিনের মত খেলোয়ার কে পাঠান সাজ ঘরে । তার ইকোনোমি ছিল ৪.২৫ তবুও হতে পারেন নি ম্যাচ সেরা। ব্যাট করতে নেমে ২০ বলে করেন ২৭ রান। এদিকে তিনি টি টুয়েন্টি ফরম্যাটে ৪০০০ রানের অপরদিকেফলক স্পর্শ করেছেন।
বিলি স্ট্যানলেকে ৪ ওভার বল করে ৫.২৫ ইকোনমিতে নিতেস রানা এবং আন্দ্র রাসেলের উইকেট নিয়েই হয়েছেন ম্যাচ সেরা। ক্রিকেট প্রেমিরা আইপিএলের এই বিচার ভাল দৃষ্টিতে দেখছে না।

বাংলাদেশী ভক্তদের একটাই প্রশ্ন কেন তাকে ম্যাচ সেরা করা হলো না।
সাকিব কে কেন ম্যাচ সেরা করা হলো না? সাকিব কে কেন ম্যাচ সেরা করা হলো না? Reviewed by Rubel Tech on April 15, 2018 Rating: 5
Powered by Blogger.