আশা করি সবায় ভালো আছেন। আমিও ভালো আছি।
যারা জানেন না তাদের বলছি। এডসেস্ন হলো একটা advertisement system. মানে এটা এমন একটা বিজ্ঞাপন সংস্থা যেখানে পৃথিবীর সকল ভালো ভালো কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে গুগল ইনকাম করে থাকে।। বর্তমানে গুগল পাবলিশার থেকে ৪৭% নিয়ে থাকে আর বাকি ৫৩ % যার মাধ্যামে বিজ্ঞাপন দিয়ে থাকে তাকে দেয়। যেমন আমার সাইটে গুগলের বিজ্ঞাপন আছে। যদি কেউ বা আপনি ঐই বিজ্ঞাপন এ ক্লিক দিন তাহলে একটা নির্দিষ্ট পরিমান অর্থ আমার গুগল এডসেস্ন জামা হবে।
গুগল এডসেস্ন কি? কীভাবে পাবো এবং কীভাবে তা ব্যবহার করবো?
এখন আসি আসল কথায়। আমারা যারা ব্লগিং করে থাকি তাদের সকলের টার্গেট একই রকম। আমরা ভাবি আমাদের ব্লগে এডসেস্ন এর এড শো করাবো।
এডসেস্ন কি?
কীভাবে এডসেস্ন পাবো?
গুগল এডেসেস্ন অনেক ভাবে বলতে তিন ভাবে পেতে পারেন। এডমোব,ইউটিউব এবং ব্লগিং করেও আপনি এডসেস্ন পেতে পারেন।
আপনি চাইলে আজই একটা ব্লগ খুলতে পারবেন কিন্তু ব্লগ থেকে এডসেস্ন পেতে হলে আপনাকে কমপক্ষে ৪ মাস অপেক্কা করতে হবে। আর ইউটিউব চ্যানেল খুলতে চাইলে খুলে নিন। কিছু ভিউ হলেই এডসেস্ন পেয়ে যাবে।। আর এডমেব একাউন্ট করলেই এডসেস্ন পেয়ে যাবেন।
বি:দ্র: আপনি যেকোন একটা এডসেস্ন পেলেই সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। ব্যাবহার করতে হলে আপনাকে হোস্ট থেকে নন হোস্ট করে নিতে হবে।
আমি আজ ব্লগ থেকে যেভাবে এডসেস্ন পাবেন সেটা নিয়ে আলোচনা করবো।
ব্লগে এডসেস্ন
ব্লগে এডসেস্ন পাওয়া টা অনেক জটিল ব্যাপার। ব্লগে এডসেস্ন পেতে হলে আপনাকে অনেক গুলো কন্ডিশন মেনে চলতে হবে। আমি মেইন কিছু কন্ডিশন নিয়ে আলেচনা করবো। যদি কোন ভুল হলে আমাকে মাফ করবেন। আমি ওতটাও ভালো লিখতে জানি না।
যাই হোক শুরু করছি।
১. আপনি যখন ব্লগ করবেন তখন একটা কথা মাথায় রাখবেন তার ডিজাইন যেন ভালো হয়। আপনার ভিজিটর এর পছন্দ হতে হবে মানে যদি কোন ভিজিটর আপনার সাইটে আসবে তখন আপনার সাইটের বিভিন্ন পেইজ ভিউ করবে।
২. এবার আসি কেমন পোস্ট করবেন। সেটা হলো আপনি যখন পোস্ট করবেন মাঝে মাঝে আপনি html কোড ব্যাবহার করবেন। কারণ এটা সার্চ ইঞ্জিন এ র ্যাঙ্ক করবে। আর পোস্ট কমকরে হলেও ২০০-৩০০ শদ্বের দিবেন। যদিও এটা ভিউয়ারস দের কাছে বিরক্তিকর তবুও গুগল মামার খুব মজার।
৩. সাইট ভালো করে SEO করে নিন। এটা না বুঝলে পরবর্ত পোস্টে বুঝাবো। আর যারা পারেন না তারা আমার ইউটিউব চ্যানেল এপটি ডাউনলোড করে নিন। আমার চ্যানেলে সাইট এস ই ও করার টিউটোরিয়াল দেওয় আছে।
4. আপনার প্রোফেশনার ব্লগে কিছু জিনিস এড করতে হবে। সেটা হলো কিছু পৈইজ। প্রতিটা ওয়েবসাইট এর জন্য সাধারণ কিছু পেইজ থাকে যেমন contact us, term of condition, privacy policy এই তিনটা পেইজ অতিব জরুরী আপনার এডসেস্ন পেতে।
৪. ব্লগে পোস্ট করার সময় দেখবেন ডান পাশের search description নামে একটা অপশন আছে ওটাতে আপনার পোস্ট সম্পর্কে সংক্ষিপ্ত কিছু লিখে দিন।। পোস্টের টাইটেল টাও ভিতরে দিবেন।
৫. কম করে হলেও ব্লগে ২৫-৩০ টা পোস্ট করবেন। আমার ৬০ টা পোস্ট করার পর এডসেস্ন এপ্রোভ হয়েছে। তারপর এডসেস্ন এপ্লাই করবেন।
৬. আপনার ব্লগ কোন সম্পর্কে তা নিয়ে মেটা ট্যাগ ইডিট করে লিখে এটা আপনার ব্লগ সেটিংস এ পাবেন।।
৭. ব্লগটি গুগল ওয়েব মাস্টার টুলস এ সাবমিট করুন। না পারলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
গুগল এডসেন্স কী? এডসেন্স পেতে হলে আমাকে কী কী করতে হবে?
Reviewed by Rubel Tech
on
May 26, 2018
Rating:
No comments:
facebook.com