how to earn money from youtube?
ইউটিউব থেকে ইনকাম করার এক সময় অনেক সহজ ছিল। কিন্তু বর্তমানে সেটা প্রায় অসম্ভব হয়ে গেছে। ইউটিউব ২০১৭ সাল পর্যন্ত তাদের প্রায় সমস্ত কাজ রোবট দিয়ে করতো কিন্তু সেটা এখন মানুষের হাতে চলে এসেছে। অনেকের চ্যানেলের মনিটাইজেশন পাওয়ার কথা থাকলে কি কারণে পাচ্ছেনা সেটা বুঝতে পারছে না। তবে সেটা নিয়ে আমি পরবর্তী পোস্টে আলোচনা করবো। অথবা আপনি আমার ইউটিউব লেভেল এ গিয়ে পোস্টা আছে কিনা দেখতে পারেন। কারণ আজ ১২-০৭-২০১৮ তারিখ। আর কাল আমি পোস্ট টা করবো। আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে কিছু বিষয় মাথায় রাখবেন।
অন্যের কোন ভিডিও নিজের চ্যানেলে রাখবেন না বা আপলোড করবেন না। কেননা আগে যেখানে
রোবট রিভিউ করতো আজ সেখানে মানুষ রিভিউ করে তার মানে কপি রাইঢ কন্টেন্ট লেখা না উঠলেও তারা বুঝতে পারবে যে আপনি অন্যের ভিডিও ব্যাবহার করেছেন সেটা অল্প হলেও দিতে পারবেন না।।
আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে নাম বেছে নিন। বার বার নাম পরিবর্তন করবেন না। বিশেষ করে মনিটাইজ পাওয়ার আগে চ্যানেল নাম পরিবর্তন করবেন না।
আমি গ্রুপে দেখেছি অনেকে একে অন্যের চ্যানের লিংক শেয়ার করে সাবস্ক্রাইব করে। ইউটিউব এটা বুঝতে পারে যে আপনি আপনার লিংক কোথায় শেয়ার করছেন।
তাই এসব করে আপনি হয়তো লাভবান হবেন না। কেননা ইউটিউব তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে আপনি কারোর কাছে টাকা দিয়ে ভিউ কিংবা সাবস্ক্রাইব নিতে পারবেন না। আপনি এটা করলে আপনার চ্যানেলের কোন সমস্যা হবে না। কিন্তু মনিটাইজেশন পাবেন না।
চ্যানেলে পর্ণ ছবি কিংবা হ্যাকিং টিপস এবং ধর্মের আবমাননা সম্পর্কে পোস্ট করলে সেটা ইউটিউব কমনিটি গাইডলাই বিরুদ্ধ।
ইউটিউব থেকে ইনকাম করতে হলে এসব থেজে বিরত থাকতে হবে।
সব থেকে বড় কথা হলে আপনি আপনার চ্যানেল খোলা মাত্র সেদিন থেকে ১ বছরের মধ্যে ২৪০০০০ মিনিট ওয়াচাটাইম ও ১ হাজার সাবস্ক্রাইব হতে হবে। এটা ২০১৭ সালের সবথেকে
বড় আপডেট ইউটিউবের। আপনি এটা পূর্ণ না করতে পারলেও সমস্যা নায়। আপনি আজ থেকে গত এক বছরের কথা চিন্তা করুন। মানে হলো লাস্ট এক বছরের মধ্যে ১ হাজর সাবস্ক্রাইব এবং ২৪০০০০ মিনিট পূর্ণ করতে পারলেই মনিটাইজ পাবেন।
আমি গ্রুপে দেখেছি অনেকে একে অন্যের চ্যানের লিংক শেয়ার করে সাবস্ক্রাইব করে। ইউটিউব এটা বুঝতে পারে যে আপনি আপনার লিংক কোথায় শেয়ার করছেন।
তাই এসব করে আপনি হয়তো লাভবান হবেন না। কেননা ইউটিউব তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে আপনি কারোর কাছে টাকা দিয়ে ভিউ কিংবা সাবস্ক্রাইব নিতে পারবেন না। আপনি এটা করলে আপনার চ্যানেলের কোন সমস্যা হবে না। কিন্তু মনিটাইজেশন পাবেন না।
চ্যানেলে পর্ণ ছবি কিংবা হ্যাকিং টিপস এবং ধর্মের আবমাননা সম্পর্কে পোস্ট করলে সেটা ইউটিউব কমনিটি গাইডলাই বিরুদ্ধ।
ইউটিউব থেকে ইনকাম করতে হলে এসব থেজে বিরত থাকতে হবে।
সব থেকে বড় কথা হলে আপনি আপনার চ্যানেল খোলা মাত্র সেদিন থেকে ১ বছরের মধ্যে ২৪০০০০ মিনিট ওয়াচাটাইম ও ১ হাজার সাবস্ক্রাইব হতে হবে। এটা ২০১৭ সালের সবথেকে
বড় আপডেট ইউটিউবের। আপনি এটা পূর্ণ না করতে পারলেও সমস্যা নায়। আপনি আজ থেকে গত এক বছরের কথা চিন্তা করুন। মানে হলো লাস্ট এক বছরের মধ্যে ১ হাজর সাবস্ক্রাইব এবং ২৪০০০০ মিনিট পূর্ণ করতে পারলেই মনিটাইজ পাবেন।
ইউটিউব থেকে ইনকাম করার সহজ উপায়।
Reviewed by Rubel Tech
on
July 12, 2018
Rating:
No comments:
facebook.com