গুগল এডসেন্ডিস ডিসেবল কেন হয়? why is google adsense suspended?
মূলত যারা ওয়েবসাইট, ইউটিউব এবং মোবাইল এপ নিয়ে কাজ করে তারাই ভালো জানে গুগল এডসেস্ন আসলে কি।। তবুও আমি একটু স্বল্প আলোচনা করবো।
what is google adsense? গুগল এডসেন্স কি?
গুগল এডসেস্ন মূলত একটা advertisement প্রতিষ্ঠান। যার মূল দায়িত্বে বা মূল হেড অফিস বা নির্মাণকারী হলো গুগল। গুগল একটা বড় কোম্পানি। যারা অন্যান কোম্পানির বিজ্ঞাপন বিক্রি করে ইনকাম করে থাকে। আর এটা থেকে তুমি এবং আমিও ইনকাম করি। আমার ওয়েবসাইটে সেসব বিজ্ঞাপন দেখছেন ওগুলো সব গুগলের দেওয়া। আর আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় যেসব বিজ্ঞাপন দেখে থাকেন তা সব ইউটিউব দিয়ে থাকে। এছাড়া আপনার এপ থাকলে তাতেও গুগলের বিজ্ঞাপন দিতে পারবেন। এখন আসি আসল কথায়।
গুগল এডসেন্স ডিসেবল হয় কেন।
গুগল এডসেন্স ডিসেবল এবং সাসপেন্ড হওয়ার অনেক গুলো কারণ আছে। আমি কিছু বর্ণনা করার চেষ্টা করলাম।
১. প্রথমে ওয়েবসাইটের কথা বলি একটা পেজে অনেক গুলো এড বসাবেন না। কেননা বেশি ইমপ্রেশন পাওয়ার আশায় একাউন্ট ব্যান হতে পারে। আপনি একটা পেজে ৩ থেকে ৪ টা এড বসাতে পারবেন। এর থেকে হোম পেজে ৩ থেকে ৪ টা এড বসানোই সবথেকে উত্তম। আর পোস্টের মাঝে মাঝে একটা করে এড বসান।
২. আপনি কোন ভাবেই এডে ক্লিক পাওয়ার জন্য কাউকে উৎসাহিত করতে পারবেন না। কেননা এটা গুগলের নিয়ম বিরুদ্ধ। যেমন ধরুন এড বসিয়ে তার আশে পাশে বা উপরে নিচে লিখে দিলেন " আমাদের সাহায্য করুন, এখানে ক্লিক করুন, ১ টা ক্লিক করলে এত টাকা পাবেন,। "
৩. আপনি হয়তো এটাও জানেন না যে ওয়েবসাইটে কোন ছবিও নিচে ,উপরে ও আশে পাশে এড বসানো যাবে না। কেননা ভিজিটর বুঝতে ঝামেলা হয় কোনটা ছবি ও কোনটা এড। তাই এটা গুগলের নিয়ম বিরুদ্ধ।
৪. সাইটে পর্ণ গ্রাফি, খারাপ ফটো, মাদক দ্রব্য ঔষধের নাম, কপি-পেস্ট বা অন্য ওয়েবসাইটের লেখা দেখে দেখে লিখলে আপনার গুগল এডসেস্ন বাতিল হয়ে যাবে। গুগল এডসেস্ন চালাতে হলে এডসেস্ন অনেক অভিজ্ঞতা ও সতর্ক থাকা লাগে।
৫. কিছু কিছু নতুন পন্ডিত আছে যারা গুগল এডসেস্নের কোড পরিবর্তনের চেষ্টা করে। এতে করে তারা নিজের বিপদ নিজেই ডেকে আনে মানে হলো খাল কেটে কুমির আনে। যদি সাইজ,রং পরিবর্তন করাতেই হয় তাহলে আপনি গুগল এডসেস্ন এ ডুকে পরিবর্তন করবেন সবায় যেমন টা করে থাকে।
৬. বেশির ভাগ সময় নতুনদের এডসেস্ন বেশি ডিসেবল হয় কেননা তারা নিজের এডে নিজে ক্লিক দেয়, vpn ইউজ করে।
৭. আরো একটা কথা মাথায় রাখবেন কখনো আপনার সাইটে playstore, app store and amazon এর এপ এর ডাউনলোড লিংক দিবেন না।
আপনার এডসেস্ন এ যদি ১২ টার বেশি invalid click হয় তাহলে আপনার এডসেস্ন যাবে।
হোস্টড এডসেন্স কি? ও নন- হোস্টেড এডসেন্স কি? এডসেন্স খুটি নাটি জানুন।।
google adsense disable কেন হয়? Why is Google Adsense Disable and suspend?
গুগল এডসেস্ন কি? কীভাবে পাবো?
google adsense disable কেন হয়? Why is Google Adsense Disable and suspend?
Reviewed by Rubel Tech
on
July 13, 2018
Rating:
No comments:
facebook.com