হোস্টড এডসেন্স ও নন-হোস্টেড এডসেন্স কি এবং এদের কাজ কী
আসলে তারাই বুঝবেন এডসেন্স আসলে কি, এডসেন্স হলো যারা ব্লগ ও ইউটিউব ব্যাবহার করে থাকে তারাই এটাই ব্যাবহার করে।। কেননা ব্লগ থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার এডসেন্স লাগবে।।হোস্টেড এতসেন্স কি?
হোস্টেড এডসেন্স বলতে সম্পূর্ণ এডসেন্সকে বোঝায় না, অর্ধেক এডসেন্সকে বোঝায়। কেননা এটা একটা নিদিষ্ট বা আলাদা ভাবেই ব্যবহার করা যায়। যেমন ধরুন আপনি যদি ইউটিউব চ্যানেল এর জন্য একটা এডসেন্স আবেদন করে পেয়ে থাকেন তবে সেটা হোস্টেড এডসেন্স হবে। কেননা এটা শুধু আপনি ইউটিউব চ্যানেলেই ব্যাবহার করতে পারবেন।। তার কোড নিয়ে ব্লগে ব্যাবহার করলে এড শো কীবে না।
নন - হোস্টেড এডসেন্স কি
আপনি যদি একটা ব্লগ বানান সেটা যদি কোন মাস্টার ডোমেইন নিয়ে থাকেন এবং যদি এডসেন্স এ আবেদন করে আপনি এডসেন্স পান তাহলে সেটা নন- হোস্টেব হবে। এটা গুগলের নিয়ম।
আর এর ads আপনি ব্লগ ও ইউটিউব চ্যানেলেও ব্যাবহার করতে পারবেন।। কিন্তু যদি আপনি blogspot এর সাব ডোমেইন নিয়ে এডসেন্স পান তাহলে সেটা হোস্টড হবে।। নন - হোস্টেত শুধু মাস্টার ডোমেইন নিলেই পাওয়া যায়।
তবে আপনি হোস্টড এডসেন্সকে নন হোস্টেড বানাতে পারবেন।। সেটা আপনি হোস্টড এডসেন্স এ কোন মাস্টার ডোমেইন নেওয়া ব্লগ সেই এডসেন্স এ যোগ করতে হবে।। ধন্যাবাদ।।
RELATED POST
google adsense disable কেন হয়? Why is Google Adsense Disable and suspend?
গুগল এডসেন্স কী? এডসেন্স পেতে হলে আমাকে কী কী করতে হবে?
হোস্টড এডসেন্স কি? ও নন- হোস্টেড এডসেন্স কি? এডসেন্স খুটি নাটি জানুন।।
Reviewed by Rubel Tech
on
July 25, 2018
Rating:
No comments:
facebook.com