ডিসেবল এডসেন্স একাউন্ট ডিলেট করবেন যেভাবে।

গুগল এডসেন্স একাউন্ট ডিলেট হয় বিশেষ কিছু কারণে। তবে আমি আমি এই পোস্টে গুগল এডসেন্স ডিসেবল কেন হয় সেটা নিয়ে আলোচনা করবো না। যদি আপনি প্রথম বা নতুন  এডসেন্স ইউজার হন তাহলে নিচের লিংকে গিয়ে জেনে নিন কেন আপনার এডসেন্স ডিসেবল কেন হয়।

 google adsense disable কেন হয়? Why is Google Adsense Disable and suspend? 



ডিসেবল হওয়া এডসেন্স একাউন্ট ডিলেট করবো কীভাবে?

আপনি প্রথমে আপনার গুগলের জিমেইল আপনার যেকোন ব্রাওজারে লগ ইন করে নিবেন। আপনি সেই জিমেইল দিয়ে লগ ইন করবে ন যেইটার এডসেন্স একাউন্ট ডিসেবল হয়ে গেছে। এখন আপনি গুগল লিংকে প্রবেশ করবেন। মানে হলো গুগল হোম পেজে প্রবেশ করবেন। এখন আপনি গুগল হোম পেজে থাকে অবস্থায় ডান দিক উপরে ফোটা ফোটা দেখবেন। ওই ৯ টা ফোটাতে আপনি ক্লিক করবেন।এরপর অনেক গুলো অপশন আসবে। আপনি প্রথম Account এ ক্লিক করবেন। নিচের দিকে যান। খুজে বের করুন কোন একা জায়গায় payments অপশন লেখা আছে। আপনি পেমেন্ট অপশনে ক্লিক করুন। তারপর আপনি go to payments center এ ক্লিক করবেন। তারপর যে পেজটি আসবে সেখানে আপনি settings অপশন পাবেন। যদি আপনি মোবাইলে থাকেন তাহলে বাম পাশের তিনটা দাগে ক্লিক করুন। তাহলে settings অপশন পেয়ে যাবেন। এখানে থেকে চাইলে আপনি আপনার প্রফাইল নাম এবং ঠিকানা মানে হলো

ডিসেবল হওয়া এডসেন্সের

পরিবর্তন করতে পারবেন। আপনি সেটাই করুন। যদি পরিবর্তন করা যায় পরিবর্তন করে নিন। এবার নিচের দিকে আসুন। দেখবেন Close payments pfrofile নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করে confirm করে দিন। তাহলে আপনার ডিসেবল হওয়া এডসেন্স ডিলেট হয়ে যাবে। আর না বুঝলে নিচে ভিডিও দিলাম দেখে নিন।

Related posts

হোস্টড এডসেন্স কি? ও নন- হোস্টেড এডসেন্স কি? এডসেন্স খুটি নাটি জানুন।।

গুগল এডসেন্স কী? এডসেন্স পেতে হলে আমাকে কী কী করতে হবে?

ডিসেবল এডসেন্স একাউন্ট ডিলেট করবেন যেভাবে। ডিসেবল এডসেন্স একাউন্ট ডিলেট করবেন যেভাবে। Reviewed by Rubel Tech on July 27, 2018 Rating: 5

No comments:

facebook.com

Powered by Blogger.