ব্লগ ও ইউটিউব থেকে ইনকাম করার আগে কিছু নিয়ম জেনে নিন।



হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও খোদার রহমতে আমিও অনেক ভালো আছি।


আমি গত কয় এক বছর এই ব্লগ টি খুলেছিলাম। নাম ছিলো আলাদা। এই ব্লগ থেকে আমি হালকা পাতলা ইনকাম করেছি। কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হয় নি। জানিনা কোনদিন হবে কিনা। আমি আমার ব্লগে এডসেস্নের এড দিতে পারিনি। এডসেস্ন এপ্লাই করে এপ্রুভ ও হয়েছিল। কিন্তু এড শো করতে পারিনি। যাই হোক এখন যেই এড ব্যাবহার করছি এটাকে বলা হয় বাংলাদেশী এডসেস্ন।।

আপনারা যারা নতুন ব্লগ ও ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য কিছু কথা বলবো। কোন কিছু ভুল করলে আমাকে মাফ করে দিবেন। এটা আমার নিজে থেকে যা জেনেছি আর যা শিখেছি তা থেকেই বলবো।

প্রথমে ব্লগ


আপনি যদি নতুন ব্লগ খুলে থাকেন তাহলে আগেই ইনকাম করতে যেয়েন না। কারণ তাতে আপনি ভিজিটর হারাবেন। আগে আপনি আপনার সাইটে ভিজিটর বাড়ান। সাইট টি পরিচিত হতে দেন। নিয়মিত প্রতিদিন এক নাগাড়ে ২ মাস সুন্দর সুন্দর পোস্ট করুন। পোস্টকৃত লিংক বিভিন্ন সোসিয়াল মিডিয়া বা সাইটে শেয়ার করুন।

ব্লগের নামে ফেসবুকে একটা পেইজ খুলুন। যথা সম্ভব অনুযায়ী পেজের লাইক বাড়িয়ে নিন। লাইক বাড়ানোর অনেক নিয়ম আছে। চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারেন। এছাড়া ব্লগে অনেক পোস্ট আছে পড়ে নিতে পারেন। যাই হোক সাইটে যথেষ্ট পরিমাণ নিয়মিত ভিজিটর পেলে সাইটে এড দিতে পারেন। বিভিন্ন এড নেটওয়ার্ক সাইট আছে তা নির্বাচন করতে পারেন। এডসেস্নে এপ্লাই করার আগে সাইট ভালোভাবে এস ই ঔ করে নিবেন। সব পোস্ট নিজে করবেন। কোন পোস্ট কপি পেস্ট করবেন না। তাহলে এডসেস্ন পাবেন না।

যদি পরেব এডসেস্ন পাওয়ার আগে সব কনটেন্ট ইংরেজীতে করবেন। পরবর্তীতে বাংলায় করতে পারবেন।

ইউটিউব:


ইউটিউব আর ব্লগের নিয়ম একই। কিন্তু ইউটিউবে এডসেস্ন ছাড়া ইনকাম হবে না। ব্লগে লেখা লেখি আর ইউটিলাইজ এ ভিডিও। এটাই পার্থক্য। নিজে ভিডিও তৈরি করুন আর আপলোড করুন। ভিভিন্ন সোসিয়াল সাইটে ভিডিও শেয়ার করুন। যেন ভিডিও তে ভিউ পান। ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াছ টাইম হওয়ার পর এডসেস্নে এপ্লাই করুন। কেননা আগে করতে ঝামেলাই পড়বেন। চ্যানেল তৈরি করে তা ভেরিফাই করে নিবেন । ভিডিও আপলোড করে টাইটেল ,ডিসক্রিপশন ও ট্যাগ সঠিক ভাবে করবেন। কারণ এটাই ইউটিউবের এস ই ও বলা হয়।

আজকের মত এখানেই শেষ।

আরো পড়ুন :

অনলাইনে ইনকাম করতে চান? নতুনদের জন্য

ফেসবুক থেকে ইনকাম করুন। পেজ লাইক, পোস্ট লাইক, ওয়েব...

ফেসবুক চালিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন।
ব্লগ ও ইউটিউব থেকে ইনকাম করার আগে কিছু নিয়ম জেনে নিন। ব্লগ ও ইউটিউব থেকে ইনকাম করার আগে কিছু নিয়ম জেনে নিন। Reviewed by Rubel Tech on April 03, 2018 Rating: 5
Powered by Blogger.